রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এ সময় সরাসরি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা করবেন ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন এলাকায় ফিরে আসার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব। ’  তিনি আরো বলেন, ‘আমরা দেখতে চাই […]" /> যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প – noyontara
  • শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

এনটিএন ডেস্ক: / ২৬ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন। ছবি : এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এ সময় সরাসরি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা করবেন ট্রাম্প।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন এলাকায় ফিরে আসার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব।

’ 

তিনি আরো বলেন, ‘আমরা দেখতে চাই যে আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারি কি না। হয়তো আমরা পারব, হয়তো আমরা পারব না, তবে আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে।’ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হুতি-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি

ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেন কর্তৃক গৃহীত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন অর্জনের চেষ্টা করছেন। কিন্তু উভয় পক্ষ এ সাপ্তাহের শেষে ভারি বিমান হামলা চালিয়েছে এবং রাশিয়া পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের মাসব্যাপী অবস্থান থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার কাছাকাছি চলে গেছে।

 

ছাড় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা ভূমি নিয়ে কথা বলব। আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলব। আমি মনে করি ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই ইতিমধ্যেই এর অনেক কিছু নিয়ে আলোচনা করেছে। নির্দিষ্ট সম্পদ ভাগ করে নেওয়া নিয়ে আমরা ইতিমধ্যেই এটি নিয়ে কথা বলছি।


More News Of This Category
bdit.com.bd